আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে কয়েকটি আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপিতে মতবিরোধ রয়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন দলটির মনোনয়নপ্রত্যাশীরা।
মনোনয়ন পরিবর্তন না হলে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করারও ইঙ্গিত দিয়েছেন বিএনপির একাধিক নেতা।
দুটি আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী এবং তার বড় ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ‘সরব উপস্থিতি’ লক্ষ্য করা যাচ্ছে।
ফলে এ দুটি আসনে বিএনপি ও অন্য দলের প্রার্থীকে ‘শক্ত’ প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে।
টাঙ্গাইল-১, টাঙ্গাইল-৩, টাঙ্গাইল-৪ ও টাঙ্গাইল-৮ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে।
এর মধ্যে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন লুৎফর রহমান মতিন। তবে জনপ্রিয় নেতা মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। ফলে এই আসনে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।