You have reached your daily news limit

Please log in to continue


সম্পর্কে জটিলতা না চাইলে এড়িয়ে চলুন কিছু ভুল

সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গভীর হয়। কিন্তু সম্পর্ক মানেই যে জীবন সবসময় হাসি-খুশিতে ভরপুর থাকবে এমন নয়। সম্পর্কে থাকাকালে নানা কারণে মনোমালিন্য-বিবাদ দেখা দিতে পারে। বলা যায় এসবও সম্পর্কেরই অংশ।

সম্পর্কের এই জটিলতার পেছনে কখনো কখনো থাকে নিজেদেরই কিছু অভ্যাস। না বুঝেই কিছু ভুল সবাই করে ফেলেন, যা জটিলতা বাড়িয়ে দেয়। কিন্তু সেই ভুলগুলো কী? জেনে সতর্ক হয়েছে যান।

১. সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। প্রথমদিকে সারাদিন কথা বললেও একটা সময় পর তা কমে যায়। ব্যস্ততা যত বাড়ে দুজন দুজনের থেকে ততটা দূরে সরতে থাকে। দেখা যায় কোনো সমস্যা দেখা দিলেই একে অপরের কাছে অনুভূতি প্রকাশ করে। যা নিমেষেই সম্পর্ক নষ্ট করে দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন