ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড়ে একটি বিয়ের আসরের খাবারের টেবিলে ‘বিফ কারি’ অর্থাৎ গরুর মাংস লেখা স্টিকার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে সোমবার (১ ডিসেম্বর) জানায় স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে ডাইনিং কাউন্টারের সামনে ‘বিফ কারি’ লেখা একটি স্টিকার দেখে আপত্তি জানান আকাশ ও গৌরব কুমার নামে দুই অতিথি। তারা বিষয়টি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে হট্টগোল বাধে ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।