You have reached your daily news limit

Please log in to continue


শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমি নিজেদের কারখানায় কাজের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। কোম্পানিটির প্রধান নির্বাহী লেই জুন জানিয়েছেন, পাঁচ বছরের মধ্যেই তাদের কারখানায় মানবাকৃতির (হিউম্যানয়েড) রোবটকে কাজ করতে দেখা যাবে। তার মতে, এ পদক্ষেপের অগ্রগতি অনেকের ধারণার চেয়েও দ্রুত। খবর গিজমোচায়না।

বেইজিং ডেইলিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‌কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির কারণে এটি এখন শুধু সহায়ক সরঞ্জাম নয়, বরং আধুনিক শিল্পকারখানার নকশার মূল অংশে পরিণত হয়েছে। মানুষের মতো দেখতে রোবট ধীরে ধীরে এমন সব কাজ হাতে নেবে, যেগুলো এতদিন পুরোপুরি মানুষের ওপর নির্ভর করত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন