জাপানে নতুন এআই চিপ কারখানা তৈরিতে মাইক্রনের বিনিয়োগ
bonikbarta.com
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২৫
যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি জাপানের হিরোশিমায় ৯৬০ কোটি ডলার (প্রায় দেড় ট্রিলিয়ন ইয়েন) বিনিয়োগ করে একটি নতুন কারখানা স্থাপন করবে। এখানে উন্নত হাই-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপ উৎপাদন করা হবে। কারখানাটির নির্মাণকাজ ২০২৬ সালের মে মাসে শুরু হবে এবং ২০২৮ সালের মধ্যে উৎপাদন চালু করা হবে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রকল্পটিতে ৫০০ বিলিয়ন ইয়েন পর্যন্ত সহায়তা দেবে। এ বিনিয়োগ মাইক্রনের তাইওয়ান নির্ভরতা কমাতে, এআই ও ডাটা সেন্টারের চাহিদা পূরণের পাশাপাশি এসকে হাইনিক্সের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করতে সহায়তা করবে। খবর ও ছবি: দ্য হিন্দু