এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার, সামনে পুলিশের ব্যারিকেড
bangla.thedailystar.net
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড বসায়।
হাসপাতাল সূত্র জানায়, অন্যান্য রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) চার সদস্য মধ্যরাত থেকে প্রায় তিন ঘণ্টা হাসপাতালে ছিলেন। তারা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিরাপত্তা ব্যবস্থা