নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
যুগান্তর
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ২৩:১৮
রাজধানীর চকবাজারে দুটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভানোর কাজে লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট নিয়োজিত ছিল। ইউনিটগুলোর দ্রুত প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের তদন্তকারী দল এ বিষয়ে কাজ শুরু করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগুন নিয়ন্ত্রণে