ব্যবসায়িক কৌশলকে কীভাবে নতুন রূপ দিচ্ছে এআই?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১৪:০৫

বছরের পর বছর ধরে বিভিন্ন স্টার্টআপ নিজেদের পণ্য বিক্রির সময় প্রচলিত নানা নিয়ম বা কৌশল অনুসরণ করে এসেছে। তবে অন্যান্য অনেক ক্ষেত্রের মতো এখন বিভিন্ন কোম্পানির বাজারে প্রবেশের প্রস্তুতির ধরনে পরিবর্তন এনেছে এআই।


গত মাসে ‘জিটিএমফান্ড’-এর জেনারেল পার্টনার ম্যাক্স আল্টসচুলার বলেছেন, “এখন এআই বা নতুন প্রযুক্তির কারণে কম সম্পদ দিয়েও বেশি কিছু করতে পারেন আপনি।”


তবে প্রতিষ্ঠাতা ও পরিচালকদের জন্য চ্যালেঞ্জ হবে সঠিক সমাধান বের করা। কিছু স্টার্টআপ এমন ডেভেলপার নিয়োগের কথা ভাবছে, যারা এআইতে দক্ষ ও সাধারণ বিপণন চ্যালেঞ্জ বা জিটিএম সমস্যাগুলোয় তাদের কাজে লাগানো যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।


আল্টসচুলার বলেছেন, প্রযুক্তিগত দক্ষতা থাকলেও এখন আরও বিশেষ জ্ঞান বা দক্ষতার প্রয়োজন রয়েছে।


“এআই ও নতুন প্রযুক্তি থাকলেও প্রমাণিত বিভিন্ন মার্কেটিংয়ের মূল ভিত্তি ও কৌশল বোঝা এখনও জরুরি। আশপাশে ভালো পরামর্শদাতা থাকলেও আপনি এসব কৌশল শিখতে পারেন। আমি মনে করি, মার্কেটিংয়ে নির্দিষ্ট কিছু জিনিস কীভাবে ও কেন কাজ করে সে সম্পর্কে আপনার সাধারণ ধারণা থাকা জরুরি।”


‘গুগল ক্লাউড’-এর মার্কেটিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট অ্যালিসন ওয়াগনফেল্ড বলেছেন, মার্কেটিংয়ের দক্ষতা এখনও খুবই প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও