You have reached your daily news limit

Please log in to continue


লিভার ড্যামেজের যে ৪ লক্ষণ অবহেলা করবেন না

লিভারে সমস্যা হলে শরীরে তার লক্ষণ ফুটে ওঠে। ত্বকের বিভিন্ন লক্ষণ প্রকাশ আসলে বিভিন্ন ধরনের এবং অন্তর্নিহিত প্যাথলজির জন্য সতর্কতা সংকেত হিসেবে কাজ করে। শুরুতেই শনাক্ত করা গেলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় এবং সময়মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। লিভারের রোগের সঙ্গে সম্পর্কিত ত্বকের পরিবর্তন খেয়াল করলেই বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এমন ৪টি লক্ষণ সম্পর্কে-

জন্ডিস (ত্বক এবং চোখ হলুদ হওয়া)

কারও লিভারের রোগের সবচেয়ে স্বীকৃত লক্ষণের মধ্যে একটি হলো জন্ডিসের সূত্রপাত। এটি এমন অবস্থা যেখানে ত্বক এবং চোখের সাদা অংশ উভয়ই হলুদ হয়ে যায়। লিভার বিলিরুবিনকে কার্যকরভাবে প্রক্রিয়া করতে পারে না, যা লোহিত রক্তকণিকার ভাঙন। তখন বিলিরুবিন শরীরে জমা হয় এবং টিস্যুগুলোকে হলুদ করে ফেলে। জন্ডিস হালকা থেকে বেশ গুরুতর পর্যন্ত হতে পারে। তাই এ ধরনের লক্ষণ ফুটে উঠলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্পাইডার অ্যাঞ্জিওমাস এবং পালমার এরিথেমা

দীর্ঘস্থায়ী লিভার রোগের ফলে ত্বকে অস্বাভাবিক রক্তনালী পরিবর্তন দেখা যেতে পারে। স্পাইডার অ্যাঞ্জিওমাস হলো ছোট, লাল মাকড়সার মতো রক্তনালী যা মুখ, ঘাড় এবং বুকে দেখা যেতে পারে। পালমার এরিথেমা হলো আরেকটি সম্পর্কিত অবস্থা যার সঙ্গে হাতের তালু লাল হয়ে যাওয়া এবং উষ্ণতা দেখা দেয়। উভয়ই হরমোনের ভারসাম্যহীনতা এবং লিভারের কর্মহীনতার ফলে রক্ত ​​প্রবাহ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন