ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র উপায় ‘দুই রাষ্ট্র সমাধান’: পোপ
ডেইলি স্টার
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩
পোপ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন চতুর্দশ লিও। প্রথম গন্তব্য তুরস্ক ছেড়ে গতকাল রোববার লেবাননে পৌঁছান পোপ।
গতকাল পোপ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘাত 'দুই রাষ্ট্র-সমাধান' ছাড়া নিরসনের সম্ভাবনা তেমন নেই।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইস্তাম্বুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে পূর্বসূরিদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ।
তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, 'ভ্যাটিকান দীর্ঘদিন ধরেই দুই-রাষ্ট্র সমাধানের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে এসেছে। আমরা সবাই জানি, ইসরায়েল এখনো এই সমাধান গ্রহণ করেনি। তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটাকেই আমরা একমাত্র গ্রহণঅযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করি।'