You have reached your daily news limit

Please log in to continue


চাকরির আবেদনে জনপ্রিয় হচ্ছে ‘ভিডিও সিভি’, কীভাবে তৈরি করবেন

নিজেকে তুলে ধরার এক ‘স্মার্ট’ উপায় ভিডিও সিভি। চাকরিপ্রার্থী যেমন নিজের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ইত্যাদি চাকরিদাতার সামনে উপস্থাপনের সুযোগ পান, তেমনি চাকরিদাতার জন্যও সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। অনেক চাকরি বা ফেলোশিপের ক্ষেত্রে ইদানীং চাহিদার তালিকায় ভিডিও সিভির কথা উল্লেখ করাই থাকে। চাইলে আপনি নিজ উদ্যোগেও এমন সিভি তৈরি করে রাখতে পারেন।

যেভাবে তৈরি করবেন

  • ভিডিও শুরু করার আগে একটি সুচিন্তিত স্ক্রিপ্ট তৈরি করুন।
  • আপনার কথা যেন এলোমেলো বা অগোছালো হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকুন।
  • ভিডিওটি ৬০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ভালো। মনে রাখতে হবে, আপনি একটি ভিডিওই তৈরি করছেন। কিন্তু নিয়োগদাতাকে অনেকগুলো ভিডিও দেখতে হবে। লম্বা ভিডিও দেখার সময় তাঁর নেই।
  • ভিডিওতে প্রথমে নিজের নাম, পদবি ও মূল যোগ্যতা সংক্ষেপে বলুন।
  • যে পদের জন্য আবেদন করছেন, তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ দক্ষতা ও অর্জনগুলো তুলে ধরুন।
  • সংখ্যা বা উপাত্ত ব্যবহার করে আপনার সাফল্যের প্রমাণ দিন (যেমন আমি ছয় মাসে অমুক প্রতিষ্ঠানের বিক্রয় ২৫ শতাংশ বাড়িয়েছি।)
  • কেন আপনি কোম্পানির কাজ বা সংস্কৃতির জন্য উপযুক্ত, তা এক বা দুই লাইনে ব্যাখ্যা করুন।
  • একটি ইতিবাচক বার্তা দিয়ে ভিডিও শেষ করুন এবং বলুন যে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য আগ্রহী।

ভিডিও করার সময় লক্ষ রাখুন

  • ভিডিওর গুণমান যেন কিছুটা পেশাদার হয়, তা নিশ্চিত করুন।
  • একটি পরিচ্ছন্ন পটভূমি (ব্যাকগ্রাউন্ড) বেছে নিন। সাদা দেয়াল বা হালকা রঙের ব্যাকড্রপ সবচেয়ে ভালো।
  • মুখমণ্ডলে যেন পর্যাপ্ত আলো থাকে। প্রাকৃতিক আলো সবচেয়ে ভালো। ছায়া যেন আপনার মুখকে ঢেকে না ফেলে।
  • ভালো মানের মুঠোফোনের ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করুন।
  • কথা যেন স্পষ্ট শোনা যায়। প্রয়োজনে ল্যাপল বা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। উচ্চারণের দিকেও খেয়াল রাখুন।
    যে বন্ধুদের ভিডিও তৈরির অভিজ্ঞতা আছে, তাঁদের সাহায্য নিতে পারেন।
  • আনুষ্ঠানিক বা যে ধরনের পদে আবেদন করছেন, সে অনুযায়ী পেশাদার পোশাক পরুন।
  • ভিডিওতে দেহ ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) খুব গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী থাকুন। ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলুন, যেন মনে হয় চোখে চোখ রেখে কথা বলছেন। মুখে হাসি ধরে রাখুন। শরীরের ভাষা যেন ইতিবাচক হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন