পোস্টাল ব্যালটে প্রবাসীদের নিবন্ধন ৭০ হাজার ছাড়াল, সর্বাধিক কোন দেশে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১৫:৩১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবারই প্রথম বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


ইসি’র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’অ্যাপের মাধ্যমে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছেন।


দেশভিত্তিক নিবন্ধনের চিত্র


প্রবাসীদের মধ্যে নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষস্থানে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে:


যুক্তরাষ্ট্র: ১৪ হাজার ২৩৬ জন


দক্ষিণ কোরিয়া: ৯ হাজার ৭৫ জন


কানাডা: ৭ হাজার ৮৭ জন


জাপান: ৬ হাজার ৪৫২ জন


অস্ট্রেলিয়া: ৬ হাজার ২৭ জন


দক্ষিণ আফ্রিকা: ৪ হাজার ৪৮০ জন


ঠিকানা ভুলের কারণে সাময়িক স্থগিত


এদিকে, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।


ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক আজ জানান, সাতটি দেশে আজকের মধ্যেই নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও