হংকংয়ে আগুনে নিহত বেড়ে ৯৪, এখনো অনেকে নিখোঁজ
হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অঙ্গিকাণ্ডে পুড়ে যাওয়া আবাসিক ভবনগুলোর ধ্বংসাবশেষে উদ্ধারকাজ চালাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার রাতে নিহত বেড়ে ৯৪ জনে দাঁড়ায়। এখনো অনেক মানুষ নিখোঁজ। এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কর্তৃপক্ষ বলছে, আটটি ভবনের বড় এই আবাসিক এলাকায় প্রায় দুই হাজার ফ্ল্যাটের মধ্যে শুধু চারটিতেই আগুন ছড়িয়েছিল। আগুন লাগার ৩৬ ঘণ্টা পরে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, এখনো সাহায্যের জন্য করা ২৫টি কলের ওপর ভিত্তি করে তারা অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাবেন। সকাল ৯টার মধ্যে তারা সব ফ্ল্যাটে ঢুকে খোঁজ করবেন।
এদিকে ৫০ জনের বেশি বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১২ জনের অবস্থা সংকটজনক আর ২৮ জন গুরুতর। এখনো অনেকেই নিখোঁজ, তবে বৃহস্পতিবার সকাল থেকে সেই সংখ্যার হালনাগাদ হয়নি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিখোঁজ
- অগ্নিকাণ্ডে নিহত