দিনে কতবার হয়রানির শিকার হন, সংখ্যায় জানাচ্ছেন তারকারা
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী, মডেলরা প্রায় প্রতিদিনই নানাভাবে হয়রানির শিকার হন। দীর্ঘদিন ধরেই তারা এমন হয়রানি সহ্য করে আসছেন। দিন দিন এই সাইবার বুলিং বেড়ে চললেও তার কোনো প্রতিকার খুঁজে পাচ্ছিলেন না তারকারা।
এবার ডিজিটাল এই হয়রানির প্রতিবাদ জানাতে সংখ্যার আন্দোলন শুরু করেছেন অভিনয়শিল্পী, গায়িকা ও কলাকুশলীরা। হাতে-গালে-কপালে সংখ্যা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। প্রতিদিন একজন শিল্পী যতবার সাইবার বুলিংয়ের শিকার হন—সেই সংখ্যাই লিখে প্রকাশ করছেন।
এ বিষয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী দ্য ডেইলি স্টারকে বলেন, দিন দিন ফেসবুকে কেমন যেন হিংসাত্মক বিষয়টি বেশি দেখা যাচ্ছে। নারী শিল্পী দেখলে সেখানে হিংসাত্মক মন্তব্য করতেই হবে? একটা সময় ছিল, যখন মানুষ নিজের খেয়ে পরের বাসায় উঁকি দিত। বিষয়টি সেই রকমই মনে হচ্ছে। কমেন্টস করতেই হবে, তাও আবার নেতিবাচক।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিল্পীর বিরুদ্ধে নেতিবাচক কথা লিখলে আমি ও আমরা সহশিল্পীরা কষ্ট পায়। একজন শিল্পীর এগিয়ে যাওয়ার পথে বাধা এটি।
তিনি আরও বলেন, কার মনে কী আছে, তা জানি না। জানা সম্ভব না। যারা নিম্নরুচির বা রুচিহীন, তারাই বাজে মন্তব্যগুলো করে।
হয়রানির প্রতিবাদ জানাতে শিল্পীদের একটা কোড বা নম্বর বেছে নেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানান ফাহমিদা নবী। বলেন, 'প্রতিবাদ হোক। আমিও এভাবে প্রতিবাদ করব।'
- ট্যাগ:
- বিনোদন
- সাইবার বুলিং
- হয়রানির শিকার