সিলেট-৩ আসন : মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে বিএনপিতে

যুগান্তর প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৮

সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বঞ্চিত নেতাদের দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়ে ও সরাসরি ফোন করে ঐক্যের ব্যাপারে কড়া নির্দেশনা দিলেও কোনো কাজ হচ্ছে না। প্রার্থী রিভিউর দাবি থেকে সরতে নারাজ বঞ্চিতরা। এর ফলে অস্বস্তিতে মনোনয়ন পাওয়া এমএ মালিক। তিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। 


এরই মধ্যে এমএ মালিকের বিরুদ্ধে অভিযোগ এনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও প্রবাসী ব্যারিস্টার এমএ সালাম বলেছেন, ‘দল মনোনীত প্রার্থীর (এমএ মালিক) সমর্থকরা তৃণমূলের নেতাকর্মীদের পদ-পদবি কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। এটা সরাসরি দলের সাংগঠনিক শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ। তৃণমূলের নেতাকর্মীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছে বা মামলার শিকার হয়েছেন। তারা এখন নিজেদের দলের ভেতর থেকেই হুমকির মুখে পড়েছেন।’ 


এ ব্যাপারে দল মনোনীত প্রার্থী এমএ মালিকের বক্তব্য হলো-‘এ নিয়ে কোনো মন্তব্য করব না। বিষয়টি দল দেখবে।’ 


এদিকে এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে চলমান অস্থিরতা বিষয়ে মাঠের নেতারা বলছেন অন্য কথা। তারা যুগান্তরকে বলেন, ‘মনোনয়ন বিতর্কের মূল কারণ হলো- দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা নেতাদের বাদ দিয়ে প্রবাসীকে মনোনয়ন। ১৯ বছর দেশে আসেননি এমএ মালিক। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর ব্যারিস্টার সালামও প্রবাসী। এদের কারণে গত সরকারের আমলে মাঠের নিপীড়ন-নির্যাতনে ধকল সয়ে থাকা নেতাকর্মীরা বঞ্চনার শিকার। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও আরেক ত্যাগী নেতা আব্দুল আহাদ খান জামাল নেতাকর্মীদের পাশে ছিলেন। কিন্তু তাদের মূল্যায়ন করা হয়নি।


তবে মালিকের অনুসারীদের দাবি, ‘তিনি (মালিক) দেশে না থাকলেও বিদেশে বিএনপির জন্য অবিরাম খেটেছেন।’ আর সালামের অনুসারীদের দাবি, ‘তিনি (সালাম) এলাকায় শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় কাজ করে চলেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও