ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা, ভূমিধসে অন্তত ৫৬ মৃত্যু

বিডি নিউজ ২৪ শ্রীলঙ্কা প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১০:২৫

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৫৬ জনের মৃত্যু ও আরও ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দ্বীপদেশটির গণমাধ্যমগুলো।


সাম্প্রতিক কয়েক বছরে দেশটি আবহাওয়াজনিত এমন দুর্যোগ আর দেখেনি, বলছে বিবিসি।


মধ্যাঞ্চলীয় চা-উৎপাদনকারী জেলা বাদুল্লায় ভূমিধসে ঘরের ভেতর চাপা পড়ে ২১ জন নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।


সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে ছোট-বড় শগরগুলোতে বন্যার পানিতে বাড়িঘর ভেসে যেতে দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।


ঘূর্ণিঝড় দিতওয়া এখন ত্রিণকোমালের আনুমানিক ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডেইলি মেইল। সামনের কয়েক ঘণ্টায় ঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিমে সরবে বলে ধারণা করা হচ্ছে।


আবহাওয়ার এমন রোষে ১২ হাজার ৩১৩টি পরিবারের ৪৩ হাজার ৯৯১ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডিএমসি। ঝড়ে ৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে, একাধিক জেলার ৬৬৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও