চার গোল করা এমবাপ্পের ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক
অলিম্পিকায়োস ৩–৪ রিয়াল মাদ্রিদ
ইউরোপে রিয়াল মাদ্রিদের দাপট প্রশ্নাতীত। এই মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় তারা ১৫ বারের চ্যাম্পিয়ন। ‘কিং অব ইউরোপ’—নামটা তো তারা এমনিতেই অর্জন করেনি। কিন্তু ইউরোপের এ ‘রাজা’কে গতকাল রাতের আগপর্যন্ত সদর দরজায় অপেক্ষায় রেখেছিল গ্রিসের শহর পিরাউস। অলিম্পিকায়োস এ শহরেরই ক্লাব। তাদের মাঠে রিয়াল কখনোই জিততে পারেনি। শুধু অলিম্পিকায়োস কেন, রিয়াল গ্রিসের মাটিতেই তো কখনো জিততে পারেনি!
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জাবি আলোনসোকে স্মরণ করিয়ে দেওয়া হয় এ পরিসংখ্যান। জাবি বলেছিলেন, ‘আগামীকাল জিততে পারব আশা করি। সবকিছুরই প্রথমবার আছে।’ কোচের এই আশায় বুক বাঁধার ব্যাপারটি কি খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে? অলিম্পিকায়োসের মাঠে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড নিশ্চয়ই চেয়েছিলেন যত দ্রুত সম্ভব জয় তুলে নিতে!
কিন্তু জয়টা খুব সহজে পায়নি আলোনসোর দল। স্কোরলাইন দেখেই বোঝা যায়। ৪-৩ গোলে জিতেছে রিয়াল। শুরুতে পিছিয়েও পড়েছিল।