ফেসবুক গ্রুপে নাম গোপন রেখেই পরিচিত হওয়া যাবে
ফেসবুক গ্রুপের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিরাপদ করতে নতুন করে যুক্ত হলো ‘নিকনেম’ ফিচার। এই সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের বাস্তব নামের পরিবর্তে গ্রুপের ভেতরে আলাদা একটি নাম ব্যবহার করে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। ফলে নিজের পরিচয় পুরোপুরি গোপন না রেখেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা যাবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, এত দিন গ্রুপে ‘অ্যানোনিমাস পোস্টিং’-এর সুবিধা থাকলেও তাতে ব্যবহারকারীদের পরিচিতি তৈরি হয় না। অন্য সদস্যরা বুঝতে পারেন না, কে কী ধরনের পোস্ট বা মন্তব্য করছেন। নতুন নিকনেম ফিচার সেই সীমাবদ্ধতা দূর করবে। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি সহজে চেনার মতো নাম বেছে নিতে পারবেন। যাতে গোপনীয়তাও থাকে, আবার পরিচিতিও তৈরি হয়।
এটি ফেসবুকের দীর্ঘদিনের ‘রিয়েল নেম’ নীতির থেকে ভিন্ন। শুরুতে ফেসবুক কেবল বাস্তব জীবনের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়ায় আসল নাম ব্যবহার বাধ্যতামূলক ছিল। পরে গ্রুপ ফিচার বড় হলে এতে বিভিন্ন অচেনা মানুষও যুক্ত হতে থাকেন। এতে গোপনীয়তার চাহিদা বাড়ে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- পরিচয় গোপন
- নতুন ফিচার
- ফেসবুক