স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেলিনার
বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি স্বামী পিটার হাগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। মুম্বাইয়ের আন্ধেরি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে করা এই মামলায় তিনি ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি আর্থিক ক্ষতি এবং সম্পত্তির ক্ষতির জন্যও অতিরিক্ত অর্থ দাবি করেছেন তিনি।
বর্তমানে সেলিনার মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
অস্ট্রিয়ার নাগরিক পিটার হাগের বিরুদ্ধে সেলিনার অভিযোগ, তিনি তাঁকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে এ বিষয়ে এখনো পিটার হাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক আরেক আইনি লড়াই
মামলাটি করার ঠিক এক মাস আগেই সেলিনা দিল্লির একটি আদালতে আরেকটি আবেদন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁর ভাই অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘অবৈধভাবে আটকে রাখা হয়েছে’। সেলিনার দাবি, ২০১৬ সাল থেকে ইউএইতে বসবাস করা তাঁর ভাইয়ের বর্তমান অবস্থা নিয়ে পরিবারকে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
দিল্লি আদালত সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে পরিবার তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
ব্যক্তিগত জীবনে একাধিক ট্র্যাজেডি
সেলিনা জেটলি ২০১১ সালে অস্ট্রিয়ায় পিটার হাগকে বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের প্রথম যমজ পুত্র সন্তান জন্ম নেয়। এরপর ২০১৭ সালে আরও এক জোড়া যমজ সন্তানের জন্ম হলেও দুঃখজনকভাবে তাদের একজন জন্মগত হৃদ্রোগে মারা যায়।