শোলের ‘৫০’ আর ধর্মেন্দ্রর ‘৮৯’

ঢাকা পোষ্ট নজরুল সৈয়দ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

যদি বক্স অফিস হিট সিনেমার হিসাব করা হয় তাহলে অমিতাভ বচ্চনের ৫৭টি, রাজেশ খান্নার ৪২টি, সালমান খানের ৩৮টি আর শাহরুখ খানের ৩৫টির বিপরীতে ধর্মেন্দ্রর হিট ৭৫টি! যার মধ্যে ৬টি ব্লকবাস্টার আর ৭টি সুপার হিট! হিন্দুস্তান টাইমসের তথ্য তাই বলে। [সূত্র: ১]


এখন যেখানে মুক্তির আগেই মিলিয়ন রুপি কামিয়ে নিচ্ছে সিনেমাগুলো, মাসে মাসে ভাঙছে মিলিয়নের রেকর্ড। হিটের ওপর হিট, ব্লকবাস্টার হিট, সুপারডুপার হিটের তকমা জুটছে সিনেমায়, সেখানে যদি জিজ্ঞেস করা হয়, ভারতের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল সিনেমা কোনটা? এর মধ্যে ‘শোলে [Sholay, 1975]’-এর নাম থাকবে সর্বাগ্রে এবং এর আয়ও ছিল অঢেল।


৩ কোটি রুপি বাজেটের সিনেমাটি ১৯৭৫ সালের ১৫ কোটি রুপি আয় করেছিল। দেশের ২৮টি সিনেমা হলে টানা ৫০ সপ্তাহ ধরে চলেছিল। ১৯৭৫ সালে তা ছিল দারুণ ব্যাপার। [সূত্র: ২]

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও