পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘২২ সন্ত্রাসী’ নিহত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৮
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতীয় ছায়া বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজ’ এর সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে ২২ সন্ত্রাসী নিহত হয়।
ওই এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে চিরুণী অভিযান চালানো হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সন্ত্রাসী
- সন্ত্রাসী নিহত