আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় ৯ শিশু নিহত: তালেবান

বিডি নিউজ ২৪ আফগানিস্তান প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৯

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় অন্তত নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে দেশটির তালেবান সরকার জানিয়েছে।


মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের স্থানীয় এক বাসিন্দার বাড়িতে হামলাটি চালানো হয়।


এর পাশাপাশি পাকিস্তান কুনার ও পাকতিকা প্রদেশেও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে ওই দুই প্রদেশে আরও চারজন আহত হয়েছেন।


সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে মুজাহিদ বলেছেন, “গত রাত ১২টায় খোস্তের গার্বজো জেলায় পাকিস্তানি আক্রমণকারী বাহিনী স্থানীয় বেসামরিক বাসিন্দা বিলাইয়াত খানের বাড়িতে বোমাবর্ষণ করে। এতে ৯ শিশু (৫ বালক ও ৪ বালিকা) এবং একজন নারী নিহত হন আর তাদের বাড়িটি ধ্বংস হয়ে যায়।”


এই পোস্টের সঙ্গে ছবিও জুড়ে দিয়েছেন তিনি, জানিয়েছে রয়টার্স।


তালেবানের এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে রয়টার্স তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে।


পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর পেশোয়ারে দেশটির আধাসামরিক বাহিনীর এক সদরদপ্তরে দুই আত্মঘাতী হামলায় তিন জওয়ান নিহত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলাটি চালানো হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও