You have reached your daily news limit

Please log in to continue


পর্যবেক্ষকদের চোখ যদি দুষ্ট হয়, আমাদের ইলেকশন দেখাটাও সঠিক হবে না: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

পর্যবেক্ষকদের উদ্দেশে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, 'আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।'

তিনি বলেন, 'এখানে অনেক পুরোনো সংগঠন-সংস্থা আছেন, যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না, আমি সব সময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল-ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। সেসব ভুলে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন