You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনে অংশ নেবে কি না ‘নিশ্চিত নয়’ জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি (জাপা)। গত কয়েকবার সংসদে বিরোধী দলের আসনে থাকা দলটি মনে করছে, বাংলাদেশ একটি ‘পাতানো’ নির্বাচনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন থাকলে নির্বাচনে অংশ নেবে না প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দলটি।

এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, ‘জাতীয় পার্টি একটি নিবন্ধিত পুরোনো রাজনৈতিক দল। ইসি আগামী নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টিকে ডাকেনি। দলের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলেও ইসির কোনো সাড়া মেলেনি। এমন অবস্থায় আমরা নির্বাচন পাতানো হওয়ার আশঙ্কা করছি।’

‘যদি পরিস্থিতি না বদলায়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না,’ বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপে ডাকা হয়নি। এছাড়া আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টিসহ সাতটি দলকেও সংলাপে ডাকেনি কমিশন। যদিও সংলাপে না ডাকলেও এসব দলের নির্বাচনে অংশ নিতে বাধা দেখছে না ইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন