‘তুমি মুক্ত’, দেখলাম পাশে বিশাল মাঠ, পরে জেনেছি ‘শিলং’: সালাহউদ্দিন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১০:০৫

‘‘একটা নির্জন রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বলল, ইউ আর ফ্রি নাউ।


“তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ। পরে এটা জানতে পেরেছি এটা শিলং গলফ লিংক বলে। প্রাতঃভ্রমণে কিছু লোক হাঁটতে ছিলেন। আমি পরিচয় দিলাম। তারা পুলিশকে কল করল। এরপরে পুলিশ থানায় নিয়ে যায়।”


এভাবেই বাংলাদেশে টানা দুই মাস 'আয়নাঘরের বন্দিদশা' থেকে ছাড়া পেয়ে ভারতের পুলিশের হাতে বন্দি হওয়ার কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


ওই সময়ের স্মৃতিচারণ করে সরকারি কর্মকর্তা থেকে রাজনীতিতে নাম লেখানো এই বিএনপি নেতা বলেন, “তারপরে আমার কথাবার্তা শুনে হয়ত তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে।


“তারপরে আমাকে একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায়। ওখানে ডাক্তারকে আমার পরিচয় দিয়ে অনুরোধ করেছিলাম যে, আমার ফোন নম্বর দিলাম যাতে আমার দেশে যোগাযোগ করে।”


এরপর শিলং থেকে টেলিফোনে কথা বলার মুহূর্তটির স্মৃতিচারণ করেন তার স্ত্রী হাসিনা আহমদ। বলেন, ‘‘আমি তখন বিশ্বাসই করতে পারছিলাম না। যখন উনি (সালাহউদ্দিন) আমাকে হ্যালো বলল। সেই মুহূর্তের অনুভূতিটি আমি কাউকে বলে বুঝাতে পারব না।


“এত জোরে চিৎকার করেছিলাম যে, গাড়ির ড্রাইভার ভয় পেয়ে গিয়েছিল। সে প্রচণ্ড জোরে ব্রেক করে ফেলেছিল।”


সোমবার বিএনপির এই নেতার ‘গুম’ হওয়া নিয়ে একটি তথ্যচিত্রে এভাবেই নিরুদ্দেশ থাকার সেই বিভীষিকাময় সময়কার স্মৃতিচারণ করেন এ দম্পতি।


এদিন সন্ধ্যা সোয়া ৭টায় ১৭ মিনিটের এ তথ্যচিত্র প্রচার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পেইজে। যাতে সালাহউদ্দিন ও তার স্ত্রীর পাশাপাশি তাদের ছেলে ওই সময়কার দুর্দশা ও নিদারুণ করুণ স্মৃতি তুলে ধরেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও