হয়তো ভালো কিছু ঘটছে: ট্রাম্প

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ২২:৩০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো ও ওয়াশিংটন যে ২৮ দফা পরিকল্পনা তৈরি করেছিল, তা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক হয়েছে। এমন নানামুখী তৎপরতার মধ্যে ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ‘হয়তো ভালো কিছু ঘটছে’।


আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় বড় অগ্রগতি হওয়াটা কি আসলেই সম্ভব? এমনটা যতক্ষণ না দেখতে পাবেন, ততক্ষণ বিশ্বাস করবেন না। তবে হয়তো ভালো কিছু ঘটছে। সৃষ্টিকর্তা আমেরিকার ভালো করুন।’


প্রায় চার বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধ থামাতে সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তৈরি ওই ২৮ দফা পরিকল্পনার বিষয়টি সামনে আসে। পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনকে নিজেদের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এ ছাড়া নিজেদের সামরিক বাহিনীর আকার কমাতে হবে কিয়েভকে। সামরিক জোট ন্যাটোতেও যোগ দিতে পারবে না তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও