বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক ও মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা (এমএফএস), বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানিসহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তলেনদেন ব্যবস্থা চালু হবে। এ ব্যবস্থায় ক্যাশআউটের প্রয়োজনীয়তা থাকবে না।
বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের মোজালুপের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ঢাকার ওয়েস্টিন হোটেলে আজ সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশে আন্তলেনদেন প্ল্যাটফর্ম স্থাপনের লক্ষ্যে চুক্তিটি করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যবস্থাটি চালু হলে স্বচ্ছতা বাড়বে, তখন ক্যাশআউটের প্রয়োজনীয়তা কমবে এবং খরচও কমবে।