খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার করা যাবে না: এনএসসি
যুগান্তর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:২৫
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনি প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার (২৪ নভেম্বর) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ।
প্রতিষ্ঠানটি নির্দেশনায় জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণায় কিংবা কোনো প্রার্থীর পক্ষে কোনোভাবেই ব্যবহার করা যাবে না।
ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ, নাগরিকদের একাত্মতার প্রতীক। তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।