হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়বেন যেভাবে
ব্যক্তিগত বা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের ভয়েস মেসেজ পাঠান অনেকে। কিন্তু উচ্চারণ অস্পষ্ট বা আশপাশে শব্দ হলে ভয়েস মেসেজের সব তথ্য প্রাপক ভালোভাবে শুনতে পারেন না। তবে চাইলেই ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস’ সুবিধা কাজে লাগিয়ে ভয়েস মেসেজ বার্তা আকারে পড়া যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পাশাপাশি আইফোনেও সুবিধাটি ব্যবহার করা সম্ভব।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধাটি সম্পূর্ণ ঐচ্ছিক, ফলে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় চালু বা বন্ধ করতে পারবেন। সুবিধাটি চালুর পর যেকোনো ভয়েস মেসেজ চাপ দিয়ে ধরে রাখলেই সেটিকে বার্তায় রূপান্তর করে পড়া যাবে। ট্রান্সক্রিপশনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে ব্যবহারকারীর যন্ত্রেই সম্পন্ন হবে। অর্থাৎ ভয়েস মেসেজ ও বার্তা ব্যবহারকারীর যন্ত্রেই থাকবে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে তা সংরক্ষণ করা হবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হোয়াটসঅ্যাপ
- হোয়াটসঅ্যাপ