হাঁপানি মানেই কি শ্বাসকষ্ট
bonikbarta.com
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:২৩
হাঁপানি ও শ্বাসকষ্ট এক জিনিস নয়। হাঁপানি একটি দীর্ঘস্থায়ী রোগ, আর শ্বাসকষ্ট হলো একটি উপসর্গ, যা অনেক রোগের কারণে হতে পারে, যার মধ্যে হাঁপানি অন্যতম। অর্থাৎ হাঁপানি হলো একটি নির্দিষ্ট রোগ যা শ্বাসকষ্টের কারণ হয়, কিন্তু শ্বাসকষ্ট কেবল হাঁপানির কারণেই হয় না, অন্যান্য অনেক কারণেও হতে পারে।
হাঁপানি (Asthma)
এটি একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, যেখানে শ্বাসনালিগুলো ফুলে যায় এবং সরু হয়ে যায়, যা শ্বাস নেয়াকে কঠিন করে তোলে।
হাঁপানির অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে শ্বাস নেয়ার সময় শাঁ শাঁ শব্দ হওয়া, কাশি এবং বুকে চাপ অনুভব করা।