১৬ বছরের নিচের ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করবে মালয়েশিয়া
মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ বাড়ছে, সেই ধারায় আরও একটি দেশ এই বিধিনিষেধের পথে হাঁটতে চলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল রোববার মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বলেন, তাঁর সরকার অস্ট্রেলিয়া ও আরও কয়েকটি দেশে বয়স-সীমা কার্যকর করার যে প্রক্রিয়া ব্যবহার করছে, তা পর্যালোচনা করছে। তাঁর ভাষায়, কিশোরদের সাইবারবুলিং, আর্থিক প্রতারণা, শিশু পর্নোগ্রাফি ও অন্যান্য অনলাইন ক্ষতি থেকে রক্ষা করা এখন জরুরি হয়ে উঠেছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই আগামী বছরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো সরকারের সিদ্ধান্ত মানবে, এবং ১৬ বছরের নিচে কেউ যেন ব্যবহারকারী অ্যাকাউন্ট খুলতে না পারে।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- সোশ্যাল মিডিয়া