বিয়ের দিন নিয়ে ভাবনাচিন্তার শেষ থাকে না। সাজপোশাক, গহনা, মেকআপ কেমন লাগছে দেখতে আপনাকে— বিশেষ টেনশন। সাজগোজে সামান্য এদিক-সেদিক হলে সব কিছু মাটি। বিয়ের সাজে এবার মন খারাপ এড়াতে তাই মেকআপের ক্ষেত্রে বেশ কয়েকটি ভুল না করাই ভালো। চলুন জেনে নেওয়া যাক, যে ভুল কখনো করা ঠিক নয়—
বিয়ের দিন পাত্র-পাত্রীই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাদের কেন্দ্র করে নানা রীতি-রেওয়াজ পালন করতে হয়। তাই স্বাভাবিকভাবে পরিবারের আর পাঁচজনের মতো তাদেরও ব্যস্ততা থাকে অনেক বেশি। তবে মেকআপের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে চলবে না। হাতে কমপক্ষে ২-৩ ঘণ্টা সময় নিয়ে সাজতে হবে। সাজগোজের মাঝে যাতে কেউ বিরক্ত না করে, সেদিকটিও খেয়াল রাখতে হবে। কারণ বেউ বিরক্ত করলে, আপনার সাজগোজে প্রভাব পড়বে। প্রথমেই মুখ পরিষ্কার না করে সাজগোজ শুরু করবেন না। কারণ এতে কম সময়ের মধ্যে মেকআপ নষ্টের সম্ভাবনা বেশি থাকে। আবার ত্বকের ক্ষতিও হতে পারে।