মিশর গোয়েন্দাপ্রধানের সঙ্গে কী আলোচনা করল হামাস

যুগান্তর প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:০৫

যুদ্ধবিরতি চুক্তি ও গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। রোববার (২৩ নভেম্বর) কায়রোতে তারা বৈঠক করেন। খবর আল জাজিরার।


হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তারা গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিশ্চিত করেছিল।


এক বিবৃতিতে হামাস জানায়, তারা মিশরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে অভিযোগ করেছে, ইসরাইল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করায় এটি হুমকির মুখে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও