বাংলাদেশের উপন্যাসের চলমান ধারা
আলোচনার শুরুতে বলে নিতে চাই, উপন্যাস সাহিত্যের পাশাপাশি সময়ের মনস্তত্ত্ব। সমাজ যেমন : বদলায়, উপন্যাসও তেমনি রূপান্তরিত হয়।
সময়কালের বিচারে বাংলাদেশের উপন্যাসকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমে পূর্ব পাকিস্তান পর্ব, দ্বিতীয়ত স্বাধীনতা-উত্তর ধাপ আর তৃতীয় ভাগে সমকালীন বা ‘চলমান ধারা’।
পর্বগুলোর ওপর নির্ভর না-করেও প্রশ্ন তোলা যায়, ‘উপন্যাস কি কেবল সময়কে বর্ণনা করছে, নাকি সময়কেই নির্মাণ করছে?’
এ প্রসঙ্গে কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদ বলেছেন, ‘সাহিত্য শুধু সময়ের আয়না নয়, সময় নির্মাণেরও হাতিয়ার।’