ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত প্রার্থী দেবে ইসলামি দলগুলো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে অন্যতম আকর্ষণ ইসলামি দলগুলোর নির্বাচনি ঐক্য। দলগুলো পাঁচ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলনও করছে। নির্বাচন ঘিরে প্রতিটি দল প্রার্থীও প্রায় চূড়ান্ত করেছে। তবে নির্বাচনি সমঝোতায় জামায়াতসহ আটটি দল এখনো তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি।
যুগপৎ আন্দোলন করা আটটি দল হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।