দেব এক মেয়ের বাবা হলেও আপত্তি নেই জ্যোতির্ময়ীর

যুগান্তর প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৩:২৮

টালিউডের নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রথমবারের মতো জুটি হয়েছেন সময়ের আলোচিত হিরো দেবের। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, প্রথম যখন দেবের নাম শুনেছিলেন, তখন গায়ে চিমটি কাটতে হয়েছিল। আর প্রথম যেদিন দেবদাকে দেখেছিলেন, সেদিন তিনি ভয় পেয়েছিলেন। 


সামাজিক মাধ্যমে দ্বিতীয় গান প্রকাশ্যে আসতেই আহ্লাদে আটখানা বড়পর্দার নতুন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু! প্রথম সিনেমাতেই দেবের বিপরীতে নায়িকা। শুরুতে সত্যি সত্যিই ভাবতে পারেননি। অনুভূতি প্রকাশ করার মতো নয় বলে জানান তিনি। 


জ্যোতির্ময়ী বলেন, লোকে আমার মুখ দেখে বুঝতে পারে না, খুশি হয়েছি না কি দুঃখ পেয়েছি! দেবও বুঝতে পারেননি তার সঙ্গে পর্দায় রোম্যান্সের পর নায়িকার অনুভূতি কেমন? ভাষায় প্রকাশ করতে জ্যোতির্ময়ীর অবশ্য অসুবিধা নেই। তিনি বলেন, এতদিন যাকে পর্দায় দেখেছি, তার বিপরীতে অভিনয়! কিছু বোঝার আগেই দেখি— সব দৃশ্য হয়ে যাচ্ছে! ধন্যবাদ পরিচালক অভিজিৎ সেনকে।


অভিনেত্রী বলেন, প্রথম যেদিন দেখি, দেবদা তখন ওজন বাড়িয়েছেন। মুখভর্তি দাড়ি-গোঁফ। ‘রঘু ডাকাত’ সিনেমার শুটিং সম্ভবত শেষ হয়নি। দেখে একটু ভয় ভয় করছিল। তার কিছু দিন পর সিনেমার ‘লুক’। দেবকে দেখে সেদিন মনে হাজার প্রজাপতি ডানা ঝাপটে ছিল! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও