গভীর রাতে আলিয়া মাদরাসায় সংঘর্ষ
পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে।
শনিবার গভীর রাতের এ সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর দিয়েছেন চকবাজার থানার এসআই আশরাফুল ইসলাম।
তিনি জানান, রাত ১২টার দিকে খবর পেয়ে মাদরাসায় বাড়তি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।
এসআই আশরাফুল বলেন, “শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”
রাত আড়াইটার দিকে মাদ্রাসার পরিস্থিতি ‘স্বাভাবিক’ থাকার কথা জানান তিনি।
তবে কী কারণে এই সংঘর্ষের ঘটনা তা জানাতে পারেননি চকবাজার থানা পুলিশের এই সদস্য।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংঘর্ষ
- মাদ্রাসা শিক্ষার্থী