মেট্রোরেল লাইনে পড়ে ছিল ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল
প্রথম আলো
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ২২:২৫
মেট্রোরেল লাইনের ওপর ড্রোন পড়ে থাকায় ৯ মিনিটের জন্য আজ শনিবার রাতে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এরপর অবশ্য চালু হয়। আজ শনিবার রাতে এক খুদে বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝখানে মেট্রোরেল লাইনের ওপর একটা ড্রোন পড়ে থাকায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। এতে রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৬ পর্যন্ত মোট ৯ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে ড্রোনটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেট্রোরেল
- ট্রেন চলাচল বন্ধ