দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল বাড্ডা এলাকায়: আবহাওয়া অধিদপ্তর
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:৪৮
আজ শনিবার দিনের দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন ইউনিট জানিয়েছে, আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে রাজধানীতে ৪.৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। এর অবস্থান ছিল অক্ষাংশ ২৩.৯৩ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমা ৯০.৬১ ডিগ্রি পূর্বে। আগারগাঁওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে উৎপত্তিস্থলের অবস্থান মাত্র ৬ কিলোমিটার পূর্বে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩, যা ‘মৃদু’ শ্রেণির বলে উল্লেখ করা হয়েছে।