জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন
ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম এখন ই-মেইল। যেখানে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন, অফিসিয়াল ডকুমেন্টসহ নানা সংবেদনশীল তথ্য থাকে। ইদানিং অনেকের জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই জানেন না, কী ভাবে এই মেইল সুরক্ষিত রাখতে হবে।
ই-মেইলের ব্যবহার এখন সর্বত্র। বিভিন্ন কাজের জন্য অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য আসে এই ধরনের মেইলে। গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল অ্যাকাউন্টে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে আগে থেকেই কয়েকটি পদক্ষেপ করতে হবে।
১. শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন
জি-মেইল পাসওয়ার্ড অবশ্যই সহজ অনুমানযোগ্য না হওয়া উচিত। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার মিশিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। একই পাসওয়ার্ড বিভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয়।
২. টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন
জি-মেইলে লগইন করার সময় পাসওয়ার্ডের পাশাপাশি ফোনে পাঠানো ওটিপি বা অ্যাপের অথেন্টিকেটর কোড ব্যবহার করে লগইন নিশ্চিত করা যায়। এটি হ্যাকারদের জন্য অ্যাকাউন্ট হ্যাক করা অনেক কঠিন করে দেয়।
৩. নিরাপদ রিকভারি অপশন নির্ধারণ করুন
আপনার রিকভারি ইমেইল এবং ফোন নম্বর ঠিক আছে কি না তা নিশ্চিত করুন। যদি পাসওয়ার্ড ভুলে যান বা হ্যাক হয়, এই রিকভারি তথ্য দিয়ে সহজেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অ্যাকাউন্ট
- জি-মেইল
- সুরক্ষা