You have reached your daily news limit

Please log in to continue


২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত রাশিফল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। শুরু থেকে শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে উদ্দ্যমশীল থাকতে হবে। সাফল্য আসবে যদি কাজেই কেন্দ্রীভূত থাকেন। সপ্তাহের মাঝদিকে এমন ব্যক্তির সঙ্গে যুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষ্যত প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। নিজের সিদ্ধান্ত আর অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে। সপ্তাহের শেষদিকে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। বিনোদন ও রূপচর্চায় বেশি খরচ নয়। বিতর্ক ও মুখোমুখি সংঘাত আর দোষ খোঁজা এড়িয়ে চলুন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। তবে ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত য্ত্ন নিতে হবে। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সপ্তাহের মাঝদিকে যোগাযোগ কৌশল ও কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তি সময় ব্যয় করলে ধরা পড়ে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে। যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ট সান্নিধ্য আনবে। অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে টের পাবেন, ভালোবাসা ও ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদ হয়, আর এই সময় এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান, নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। সপ্তাহের মাঝদিকে অন্যদেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে একটি উৎকৃষ্ট সময়। দূর যাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভদায়ক হবে। নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন। সপ্তাহের শেষদিকে যদি কর্মক্ষেত্রে নিজের ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন ও সংকল্প এবং উদ্যম প্রদর্শন করেন তবে লাভবান হবেন। আর কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশকে সুন্দর করে দিতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে হঠাৎ পরিচিতদের এড়িয়ে চলুন। না হলে এটি অনুশোচনা ডেকে আনবে। স্বাস্থ্যের দিকটাতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে সত্যিই চমৎকার দেখাচ্ছে। খুশিতে ভরা সময় যেখানে সঙ্গী আনন্দ দেওয়ার চেষ্টা করবে। সপ্তাহের মাঝদিকে ভাগ্যের ওপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। সপ্তাহের শেষদিকে সফর ও ভ্রমণ আনন্দ আনবে আর অত্যন্ত শিক্ষামূলক হবে। যদি সঙ্গীকে নিয়ে রোমন্টিক ভ্রমণে যান, সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে চারপাশ গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছাস উপভোগ করুন। অফিস থেকে ঘরে আসার সময় সাবধানে গাড়ি চালানোর দরকার। না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর বেশ কিছু দিনের জন্য অসুস্থ হতে পারেন। সপ্তাহের মাঝদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। সঙ্গীর সঙ্গে সেরা সময় হতে পারে। এ সময় করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে। সপ্তাহের শেষদিকে আবেগ প্রবণ হবেন। তাই আঘাত পেতে পারেন। এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। শারীরিক মানসিক সমস্যা দেখা দিতে পারে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা ও আনন্দদায়ক মেজাকে রাখবে। কামদেব জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবে। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। তবে এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। গোপন শক্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যস্ত হবে। সপ্তাহের শেষদিকে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে সময়টি বিবাহিত জীবনের সেরা সময় হতে পারে। সঙ্গী আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে। শারীরিক অন্তরঙ্গতা শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে ফোন কল পেতে পারেন। প্রাণের বন্ধু এ সময়ে আপনার সম্পর্কে চিন্তা করবে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার ক্ষেত্রে নিজের বিবেচনা ব্যবহার করুন। ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। সপ্তাহের শেষদিকে কিছু অনিবার্য পরিস্থিতি কিছুটা অস্বস্তি দিতে পারে। তবে অবশ্যিই ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধৈর্য ধারণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে সাফল্যের সূত্র হল এমন মানুষদের উপদেশে টাকা পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের অভিজ্ঞতা আছে। রসিক আত্মিয় স্বজন দুশ্চিন্তা দূর করবে। আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। সপ্তাহের মাঝদিকে জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। এ সময় ভূমি সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করুন। সপ্তাহের শেষদিকে সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন। এটাই নিদের্শন যে, আপনি প্রেমে পড়েছেন। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, তবে আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান, আর সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না। ভালো অর্থ উপার্জন করতে পারেন, তবে খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। সমস্যা তাদের সঙ্গে খোলা মনে ভাগ করে নিন। নিশ্চিতভাবে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের শেষদিকে পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে, এমন প্রকল্প চয়ন করুন। পরিবারের সদস্যরা জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ আনতে পারে। কোনো কিছু ঘটার আপেক্ষায় থাকবেন না। নুতন সুযোগের সন্ধান করুন। সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। সপ্তাহের মাঝদিকে এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রসিদগুলো ও তাৎক্ষণিক খরচের খেয়াল করবে। সপ্তাহের শেষদিকে দেখতে পারেন যে, আত্মীয়রা আপনার চাহিদা বুঝতে পারছে। আপনার জন্য অন্য মানুষেরা পরিবর্তিত হবে, সেটা আশা করার চাইতে আন্তরিক প্রচেষ্টায় নিজেকে পরিবর্তন করাই শ্রেয়।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ও দাতব্য কাজে নিয়োজিত করুন। পরিবারের সঙ্গে বিভিন্ন শপিং কমপ্লেক্সে যেতে পারেন। তবে এটি ব্যয়কে আরও বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝদিকে উজ্জ্বল দিকে তাকান আর বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পারেন। অতীতের সব বিভ্রান্তি কাটিয়ে উঠবেন। সপ্তাহের শেষদিকে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় কেউ আপনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই চারপাশে কী ঘটছে সেটার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে মন দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। সপ্তাহের মাঝদিকে যদিও আর্থিক অবস্থা উন্নত হবে তবে টাকা বেরিয়ে যাওয়াতে প্রকল্পগুলো কার্য্য নির্বাহে বাধা সৃষ্টি করবে। এছাড়াও নিজের শখ পূরণ ও পরিবারের সদস্যদের জন্য কিছু খরচ করতে পারেন। এমন ক্রিয়া কলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। নিজের কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন। কল্যাণকর সময়, কারণ সব বিষয় অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন