কেমন আছেন ধর্মেন্দ্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:১৯

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এখন বাড়িতে থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অভিনেতার শারীরিক অবস্থা উন্নতির দিকে- এমনটাই জানিয়েছে তার পরিবার।


মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে এক সপ্তাহ আগে ছাড়পত্র পাওয়ার পর থেকেই ৯০ বছর বয়সী এই অভিনেতার চিকিৎসা চলছে বাড়িতে।


ধর্মেন্দ্র পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অভিনেতা আগের তুলনায় অনেক ভালো এবং চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।


বাড়িতে তার জন্য হাসপাতালের মত প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা রাখা হয়েছে। পরিবার সদস্যদের তত্ত্বাবধানে চলছে তার বিশ্রাম ও সেবা।


ধর্মেন্দ্রর খোঁজ নিতে সম্প্রতি হেমা মালিনীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম সিনহা। হেমার সঙ্গে তোলা একটি ছবি এক্সে শেয়ার করে সিনহা লিখেছেন, “আমাদের প্রিয় পারিবারিক বন্ধুর খোঁজ নিতে, শুভেচ্ছা জানাতে ও আশীর্বাদ করতে গিয়েছিলাম।”


ফুসফুসে কিছু সমস্যা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন ধর্মেন্দ্র। সেসময় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, অভিনেতা সালমান খান, গোবিন্দ, সানি ও ববি দেওল, আমিশা প্যাটেলসহ আরো অনেকে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও