বিএনপিতে তৃণমূলে ‘ঐক্য প্রতিষ্ঠার’ চ্যালেঞ্জ, ‘পরিবর্তনে আশা’ জামায়াতের

প্রথম আলো প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৩:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে চারটিতেই প্রার্থী পরিবর্তনের জন্য স্থানীয় বিএনপির একটি অংশের নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত আবেদন করেছেন। এমন অবস্থায় তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে নির্বাচনে অংশ নেওয়া এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।


অবশ্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হলে দলে বিরোধ থাকবে না বলে দাবি করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম (অমিত)। তিনি প্রথম আলোকে বলেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল। সেই দলে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। যোগ্যদের সবাই মনোনয়ন দাবি করবে এটাই স্বাভাবিক। চূড়ান্ত মনোনয়ন প্রকাশের পর প্রতিটি এলাকায় বর্ধিত সভা করে ধানের শীষ প্রতীক জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করা হবে। দলের মধ্যে কোথাও কোনো বিরোধ থাকবে না।


জেলার ছয়টি আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে আগেভাগে প্রচার-প্রচারণায় নেমেছে জামায়াত। জেলা জামায়াতের আমির মো. গোলাম রসুলের মতে, ১৯৯১ ও ১৯৯৬ সালের ভোটের হিসাব দিয়ে ২০২৪ সালের জামায়াতকে বিচার করলে হবে না। মানুষের চিন্তাচেতনায় অনেক পরিবর্তন এসেছে। তরুণেরা পরিবর্তন চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও