ভূমিকম্পে তিন জেলায় মৃত্যু বেড়ে ১০

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৬

কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে, ছয়শ ছাড়িয়েছে আহতের সংখ্যা।


শুক্রবার ছুটির দিন সকালে ১০টা ৩৮ মিনিটের এ ভূমিকম্পে মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭; উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে।


২৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায়, বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ। এরপর আসতে থাকে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির তথ্য।


সবশেষ খবর অনুযায়ী, ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং মিটফোর্ড হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিয়েছেন।


রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও