কাজীপাড়ায় মেট্রোরেল লাইন থেকে দুটি ককটেল উদ্ধার

প্রথম আলো প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ২১:০৩

রাজধানীতে মেট্রোরেল লাইনের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এই সময়ে চলাচল বন্ধ ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি।


পুলিশ জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাজীপাড়া মেট্রোস্টেশনের কাছে লাইনের ওপর থেকে ককটেলগুলো উদ্ধার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।


আজ সকালে মেট্রোরেলের ট্র্যাক বা লাইন পরীক্ষা করার সময় ককটেল দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


মেট্রোরেল পুলিশের কর্তব্যরত এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটার দিকে কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ একটি ইউনিট এসে সেগুলো অপসারণ করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও