নোবেল পুরস্কার নিতে ভেনেজুয়েলা ছাড়লে ‘পলাতক’ হবেন মাচাদো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৯:৩৪
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়েতে গেলে দেশে তিনি ‘পলাতক’ বলেই গণ্য হবেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বৃহস্পতিবার একথা বলেছেন।
মাচাদো গ্রেপ্তারি এড়াতে মাসের পর মাস ধরে ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম সাব বলেন, “মাচাদো ষড়যন্ত্র করা, বিদ্বেষ উস্কে দেওয়া এবং সন্ত্রাসবাদে অভিযুক্ত। মাচাদোর বিরুদ্ধে একাধিক অপরাধের তদন্ত চলার কারণে তিনি ভেনেজুয়েলার বাইরে পা রাখা মাত্রই ‘পলাতক’ হিসাবে বিবেচিত হবেন।
ভেনেজুয়েলায় বাড়তে থাকা কর্তৃত্ববাদের মুখে প্রতিরোধ এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের প্রতীক হয়ে ওঠা ৫৮ বছর বয়সী মারিয়া কোরিনা মাচাদো এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন গত অক্টোবর মাসে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নোবেল শান্তি পুরষ্কার