ভূমিকম্পে তিন জেলায় ৬ জনের মৃত্যু, আহত কয়েকশ
ভূমিকম্পে সারাদেশে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন শিশু। এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।
এরমধ্যে, রাজধানী ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঢাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে আরমানিটোলা এলাকায়। ভূমিকম্পে সেখানকার একটি ভবনের ছাদের রেলিং ভেঙে ৩ জন মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বংশাল থানার সাব-ইন্সপেক্টর আশীষ কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেওয়াল ও কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে নিচে পড়ে। যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।