৪ হাজারের বেশি স্কুলের পৌনে ১২ লাখ আসনে ভর্তি ‘ভাগ্য পরীক্ষায়’
নতুন শিক্ষাবর্ষে দেশের ৪ হাজার ৪৫টি সরকারি-বেসরকারি স্কুল কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করবে।
সারাদেশের ৬৮৬টি সরকারি মাধ্যমিক স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের ৩ হাজার ৩৫৯টি বেসরকারি স্কুল এবার লটারির মাধ্যমে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে যাচ্ছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফাঁকা রয়েছে ১১ লাখ ৮৮ হাজারের বেশি আসন।
দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হচ্ছে শুক্রবার থেকে।
যদিও মহানগর ও জেলা উপজেলা সদরের সবগুলো বেসরকারি স্কুল কেন্দ্রীয় লটারি অংশগ্রহণ করবে কি-না সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করতে পারেনি। এ তালিকায় খোদ শিক্ষা সচিবের নেতৃত্বে চলা প্রতিষ্ঠানও রয়েছে।
গত কয়েক বছরের মত এবারো ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলে ভর্তিতে কেন্দ্রীয় লটারি প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।