মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক

ঢাকা পোষ্ট মালয়েশিয়া প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৯:২০

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির সবুজ চা বাগান ঘেরা পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থান এবং সবজি খামারসহ চারটি জোনে অভিযান চালানো হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য এবং অভিবাসন কর্মকর্তা অংশ নেন।


দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি। ফলে পালাতেও পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও