ইসিতে ‘উপেক্ষিত’ জাপা, ডাক পায়নি সংলাপেও

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ০৯:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত প্রায় সব দলের নেতারা ইসির সঙ্গে সংলাপে বসলেও উপেক্ষিত রয়ে গেছে জাতীয় পার্টি (জাপা)।


গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি। সংলাপে শুধু জাতীয় পার্টি নয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদেও ডাকা হয়নি।


নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানকে সাম‌নে রে‌খে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা‌কে নিবন্ধন দি‌য়ে‌ছে ইসি। এখন নতুন করে এসব পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে নতুন করে জাতীয় পার্টির সঙ্গে সংলাপের তেমন কোনো সম্ভাবনা নেই।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। গতকাল বুধবার পর্যন্ত সংলাপে ৪৮টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেলেও সংলাপে আসেনি বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি। বাকি ৪৭টি দলকে নিয়ে সংলাপ শেষ করেছে ইসি। প্রতিদিন সকাল ও দুপুরে দুই পর্বে সংলাপ হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও